নাটোরে সাবেক ইউপি সদস্যসহ ২ ভাইকে কুপিয়ে হত্যা

নাটোরে সাবেক এক ইউনিয়ন পরিষদ সদস্যসহ দুই ভাইকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন; আরও এক ভাইয়ের হাতের আঙ্গুল কেটে বিচ্ছিন্ন করেছে।

নাটোর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 August 2016, 05:47 AM
Updated : 5 August 2016, 05:47 AM

শুক্রবার ভোরে সিংড়া উপজেলার ডাহিয়া ইউনিয়নের বড়গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান সিংড়া থানার ওসি নাসির উদ্দিন মণ্ডল।

নিহতরা হলেন ওই গ্রামের আব্দুস সোবহানের ছেলে মোজাফফর হোসেন ওরফে মোজাই (৪০) ও হাছেন আলী (৩৮)।

পরিবারের বরাতে ওসি নাসির বলেন, ডাহিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য মোজাফফর হোসেন ওরফে মোজাই ডাকাত ও বর্তমান সদস্য ইউনুস আলীর মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল।

“শুক্রবার ভোরে ইউনুস আলীর লোকজন তিন ভাইকে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে জখম করলে মোজাফর ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত হাছেন ও মহসিনকে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক হাছেনকে মৃত ঘোষণা করেন।”

নিহতদের বড় ভাই মহসিন আলীর (৪৫) ডান হাতের চারটি আঙ্গুল কেটে বিচ্ছিন্ন করা হয়েছে বলে ওসি জানান।

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এমএম আবুল কালাম বলেন, মোজাফফর হোসেন এলাকায় মোজাই ডাকাত নামে পরিচিত ছিলেন। তার সঙ্গে বর্তমান ইউনিয়ন পরিষদ সদস্য ও সাবেক ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ইউনুস আলীর মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ ছিল।

সেই বিরোধের জেরে হত্যাকাণ্ড ঘটতে পারে বলে চেয়ারম্যান জানান।

ঘটনার পর থেকে এলাকার পরিস্থিতি থমথমে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ওসি নাসির উদ্দিন।