চুয়াডাঙ্গায় বাউল আখড়ায় হামলায় গ্রেপ্তার ২

চুয়াডাঙ্গার দামুড়হুদায় দুই বাউলকে মারধরের পর তাদের বসত ঘর পুড়িয়ে দেওয়ার ঘটনায় দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

চুয়াডাঙ্গা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 August 2016, 11:40 AM
Updated : 1 August 2016, 11:40 AM

সোমবার ভোরে উপজেলার মদনা গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে দামুড়হুদা থানার ওসি আবু জিহাদ ফকরুল আলম খান জানান।

এরা হলেন ওই এলাকার মোলাম হোসেনের ছেলে আলাউদ্দিন আলা (২৮) ও আব্দুল জলিলের ছেলে নাসিরুল হক (২৬)।

ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ২৯ জুলাই রাতে কয়েকজন দুর্বৃত্ত জুলমত শাহর আস্তানায় হামলা চালিয়ে তাকে, তার স্ত্রী মোমেনা বেগম ও অনুসারী হরেন্দ্রনাথ গোসাইকে মারধর করে আস্তানায় আগুন ধরিয়ে দেয়।

“পরদিন জুলমত খা অজ্ঞাত পরিচয় ৭/৮ জনকে আসামি করে মামলা করেন। ওই মামলায় আলাউদ্দিন ও নাসিরুলকে গ্রেপ্তার করা হয়েছে।”

দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।