সীমান্তে বিজিবির প্রথম নারী সৈনিক

বিজিবির প্রথম নারী সৈনিকদের একটি দল বেনাপোল সীমান্তে কাজে যোগ দিয়েছেন।

বেনাপোল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 August 2016, 10:40 AM
Updated : 1 August 2016, 12:29 PM

বেনাপোল বিজিবির আইসিপি ক্যাম্পের হাবিলদার কামাল হোসেন বলেন, রোববার বিজিবির ১৫ জন নারী সৈনিককে বেনাপোল সীমান্তে যুক্ত করা হয়েছে।

“বিজিবির নারী সৈনিকের প্রথম ব্যাচের ৯৭ জনের মধ্যে ১৫ জনকে গত ৫ জুন যশোর ২৬ বিজিবি ব্যাটালিয়নে পাঠানো হয়। এই ১৫ জনই বেনাপোলে বিজিবির আইসিপি ক্যাম্পে যোগ দিয়েছেন।

“এদের মধ্যে আন্তর্জাতিক চেকপোস্টে (আইসিপি) ১৩ জন ও আমড়াখালি চেকপোস্টে দুইজনকে রাখা হয়।”

নারী সৈনিকরা ওখানে শুধু দিনের বেলায় দায়িত্ব পালন করবেন বলে জানান হাবিলদার কামাল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, পুরুষের পাশাপাশি নারীর অংশগ্রহণ ও সমঅধিকার প্রতিষ্ঠা নিশ্চিত করার লক্ষ্যে বিজিবিতে ২০১৫ সালে প্রথমবারের মতো নারী সৈনিক নিয়োগ দেওয়া হয়।

“চট্টগ্রামের সাতকানিয়ার ‘বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড স্কুল’-এ মৌলিক প্রশিক্ষণ শেষে গত ৫ জুন নারী সৈনিকদের প্রথম ব্যাচটি বিজিবির কর্মকাণ্ডে যুক্ত হয়েছে।

“এ বছর আরও ১০০ জন নারী সদস্য নিয়োগ দেওয়া হয়, যাদের মৌলিক প্রশিক্ষণ জুলাই মাসে শুরু হয়েছে।”

বেনাপোল সীমান্তে দায়িত্বরত সৈনিকরা

বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট (আইসিপি) ক্যাম্পে যোগদান করেছেন নারগিস আক্তার, তানিয়া সুলতানা, ঋতু, মৌসুমি, সাগরিকাসহ মোট ১৩ জন।

দায়িত্বে যোগ দেওয়ার পর নারগিস আক্তার বলেন, “চ্যালেঞ্জিং পেশা হিসেবে গ্রহণ করেছি। দেশের স্বার্থে কাজ করতে ভালোই লাগছে।”

যশোর ২৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহাঙ্গীর হোসেন সাংবাদিকদেরকে বলেন, বিজিবিকে আধুনিকায়ন করতে পুরুষ সৈনিকদের পাশাপাশি নারী সৈনিক নিয়োগ দেওয়া হয়েছে।

“এছাড়া সীমান্তে সন্ত্রাস, জঙ্গিবাদ, অস্ত্র ও মাদক প্রতিরোধে বিজিবির ডগ-স্কোয়াড ব্যবহার করা হচ্ছে।”