গুলশানে নিহত এসি রবিউলের মেয়ের জন্ম

গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় নিহত পুলিশের সহকারী কমিশনার মোহাম্মদ রবিউল করিমের মৃত্যুর একমাস পর তার মেয়ে হয়েছে।

সাভার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 August 2016, 09:03 AM
Updated : 1 August 2016, 10:48 AM

রোববার রাত ১২টা ৪৫ মিনিটে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে তার স্ত্রী উম্মে সালমার (৩২) শিশুটি ভূমিষ্ঠ হয়।

মা সুস্থ থাকলেও শিশুটির সমস্যা দেখা দিয়েছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়। তাকে নিবিড় পরিচর্যায় রাখা হয়েছে।

হাসপাতালের পরিচালক ডা. আনোয়ারুল কাদের নাজিম সাংবাদিকদের বলেন, রবিউল করিমের স্ত্রীর শারীরিক জটিলতার কারণে রাতে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন চিকিৎসকরা।

“প্রসূতিবিদ ডা. কামরুন্নেচ্ছার অধীনে একদল চিকিৎসক রাতে সফল অপারেশনের মাধ্যমে রবিউলের এই সন্তানের জন্ম হয়।”

চিকিৎসকদের পরামর্শে রবিউলের স্ত্রীকে পোস্ট অপারেটিভ বেডে আর মেয়েকে নবজাতকের নিবিড় পরিচর্যা ইউনিটে (এনআইসিইউ) রাখা হয়েছে বলে জানান ডা. আনোয়ারুল কাদের।

তবে শিশুটির কী ধরনের সমস্যা হয়েছে তাৎক্ষণিকভাবে তা তিনি জানাতে পারেননি।

রবিউলের বাড়ি মানিকগঞ্জের আটিগ্রাম ইউনিয়নের কাটিবাড়ি গ্রামে।

উম্মে সালমার এই সন্তান হওয়ার এক মাস আগে হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় তার স্বামী গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার (এসি) রবিউল করিম ও বনানী থানার ওসি সালাহউদ্দিন নিহত হন।

ওই রাতে জঙ্গিদের হাতে এই দুই পুলিশ কর্মকর্তা ছাড়াও ১৭ বিদেশিসহ ২০ জন নিহত হয়েছিলেন। পরে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে নিহত হন হামলাকারীরা।