পিরোজপুরে আফিফা হত্যায় সৎ মায়ের যাবজ্জীবন

পিরোজপুরে স্বামীর আগের পক্ষের মেয়েকে পানিতে ডুবিয়ে হত্যার দায়ে এক নারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

পিরোজপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 July 2016, 09:37 AM
Updated : 31 July 2016, 09:37 AM

রোববার পিরোজপুর জেলা ও দায়রা জজ মো. গোলাম কিবরিয়া আসামির উপস্থিতিতে এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত মরিয়ম বেগম স্বরূপকাঠি উপজেলার সারেংকাঠি ইউনিয়নের বিষ্ণুকাঠি গ্রামের আলমগীর হোসেনের স্ত্রী।

একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি খান মো. আলাউদ্দিন জানান।

মামলার নথির বরাত দিয়ে পিপি জানান, আলমগীর হোসেন প্রথম স্ত্রী মারুফা বেগমকে তালাক দিয়ে মরিয়মকে বিয়ে করেন। প্রথম স্ত্রীর মেয়ে আফিফা (৭) বাবার সঙ্গেই থাকত।

“২০১০ সালের ২২ জুন আলমগীর বাজার থেকে কয়েকটি আম কিনে এনে সবচেয়ে বড় আমটি মেয়ে আফিফাকে খেতে দেন। এ ঘটনায় স্ত্রী মরিয়ম প্রতিহিংসার বশবর্তী হয়ে পরের দিন আফিফাকে পুকুরে নিয়ে পানিতে চুবিয়ে  হত্যা করে।”

পরে ২৪ জুন মরিয়মকে একমাত্র আসামি করে আলমগীর হত্যা মামলা করলে পুলিশ তাকে গ্রেপ্তারর করে বলে জানান পিপি।