পদ্মায় ফেরি চলাচল ব্যাহত, পারাপারের অপেক্ষায় হাজার যান

তীব্র স্রোতে পদ্মার শিমুলিয়া-কাওড়াকান্দি ও দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। দুই রুটের চারটি ঘাটে প্রায় এক হাজার যানবাহন পার হওয়ার অপেক্ষায় রয়েছে।

রাজবাড়ী প্রতিনিধিমুন্সীগঞ্জ ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 July 2016, 05:57 AM
Updated : 31 July 2016, 05:57 AM

বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক শেখরচন্দ্র রায় জানান, শিমুলিয়া-কাওড়াকান্দি রুটের ১৭টি ফেরির মধ্যে এখন দিনে ১২টি ও রাতে মাত্র ৮টি ফেরি চলছে।

“লৌহজং টার্নিংয়ে তীব্র স্রোতের বিরুদ্ধে ফেরিকে লড়াই করে টেনে নেওয়ার জন্য বিআইডব্লিউটিএ-এর উচ্চ ক্ষমতার টাক ব্যবহার করা হচ্ছে। তবু স্বাভাবিক সময়ে যেখানে সাধারণত দেড় ঘণ্টা লাগে এখন সেখানে আড়াই ঘণ্টার বেশি লাগছে।”

এ কারণে শিমুলিয়া ও কাওড়াকান্দি ঘাটে তিন শতাধিক যান পারাপারের অপেক্ষায় রয়েছে বলে তিনি জানান।

বিআইডব্লিউটিসির আরিচা ঘাটের সহকারী ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল জানান, দৌলতদিয়া-পাটুরিয়া রুটের ১৮টি ফেরির মধ্যে পুরনো হওয়ায় ৬টি কয়েক দিন আগেই বন্ধ হয়ে গেছে।

“স্রোত বেড়ে যাওয়ায় শনিবার রাতে আরও একটি ফেরি বন্ধ করতে হয়। এছাড়া একটি নতুন ফেরি যান্ত্রিক ত্রুটির কারণে বসে আছে।”

দৌলতদিয়া ও পাটুরিয়া ঘাটে শতাধিক বাস ও পাঁচ শতাধিক ট্রাক পার হওয়ার অপেক্ষায় রয়েছে বলে তিনি জানান।