নারায়ণগঞ্জে লুডু খেলার ঝগড়ায় ‘পিটিয়ে’ হত্যা

নারায়ণগঞ্জের বন্দরে লুডু খেলা নিয়ে ঝগড়ার জেরে এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 July 2016, 03:50 PM
Updated : 30 July 2016, 03:51 PM

শনিবার বিকালে উপজেলার বিবিজোড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত গোলাম ফারুক (৫০) স্থানীয় মৃত মাওলানা আব্দুল মজিদের ছেলে।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে বন্দর থানার ওসি আবুল কালাম বলেন, বিবিজোড়া এলাকায় বাড়ির পাশের একটি ইটখোলায় গোলাম ফারুকসহ চার জন লুডু খেলছিলেন। ওই সময় একই এলাকার নুরুন্নবী মিয়ার ছেলে রাসেলও (২৮) লুডু খেলতে চান। কিন্তু গোলাম ফারুক তার সঙ্গে খেলতে অস্বীকৃতি জানান।

“এতে রাসেল ক্ষিপ্ত হয়ে গোলাম ফারুককে এলাপাথাড়ি কিলঘুষি-লাথি মারলে তিনি পড়ে যান এবং মাথায় আঘাত পেয়ে অচেতন হয়ে পড়েন।”

আশপাশের লোকজন গোলাম ফারুককে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন বলে জানান ওসি।

“বিষয়টি আমরা খতিয়ে দেখছি। রাসেলকে গ্রেপ্তারের জন্য বন্দরের বিভিন্ন স্থানে অভিযান অব্যহত রাখা হয়েছে।”

নিহতের ভাই মাওলানা শফিকুল ইসলাম বলেন, তার ভাইকে রাসেল এলোপাথাড়ি কিল-ঘুঁষি-লাথি মেরে হত্যা করেছে।

গোলাম ফারুক কৃষি কাজের পাশাপাশি দিন মজুরের কাজও করতেন। তার দুই ছেলে ও এক মেয়ে আছে।