দুই বাউলকে মারধর-চুল কর্তনের পর আখড়ায় অগ্নিসংযোগ

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় দুই বাউলকে মারধরের পর চুল কেটে তাদের বসত ঘর পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে।

চুয়াডাঙ্গা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 July 2016, 09:10 AM
Updated : 30 July 2016, 09:10 AM

শুক্রবার রাতে উপজেলার গোবিন্দপুরে বাউল অনুসারী জুলতম খাঁ ও নগেন হালদারকে মারধরের পর মাথার চুল কেটে দেওয়ার এ ঘটনা ঘটে বলে দামুড়হুদা মডেল থানার ওসি আবু জিহাদ মো. ফখরুল আলম খান জানান।

এ সময় দুর্বৃত্তরা আগুন দিয়ে তাদের একটি বসত ঘর পুড়িয়ে দেয়।

ওসি বলেন, শুক্রবার গভীর রাতে ৮/১০ জন দুর্বৃত্ত গোবিন্দপুর গ্রামে জুলমত খাঁর বসত বাড়িতে হামলা চালায়। এ সময় তারা জুলমত খাঁ ও তার সাথে থাকা নগেন হালদারকে মারধর করে মাথার চুল কেটে দিয়েছে বলে শুনেছি।

“এ সময় দুর্বৃত্তরা সাধুদের বেঁধে রেখে তাদের খড়ের তৈরি একটি বসত ঘড়ে আগুন দেয়।”

কারা এ হামলা চালিয়েছে সে বিষয়ে আরও খোঁজ খবর নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

এক মাসের মধ্যে চুয়াডাঙ্গার জীবননগরে লালন অনুসারী এক বাউলের আখড়ায় মামলার ঘটনা ঘটে।