গুলশানে হামলাকারী উজ্জ্বলের আরেক ‘সহযোগী’ গ্রেপ্তার

গুলশানের ক্যাফেতে হামলাকারী শফিকুল ইসলাম উজ্জ্বলের সহযোগী সন্দেহে ঢাকার আশুলিয়া থেকে আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সাভার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 July 2016, 02:08 PM
Updated : 26 July 2016, 02:16 PM

মঙ্গলবার ভোরে আশুলিয়ার জামগড়া এলাকার একটি বাসা থেকে তাকে আটক করা হয় বলে জানান আশুলিয়া থানার ওসি মহসিনুল কাদির।

গ্রেপ্তার আমিরুল ইসলাম ওরফে আমিনুল ইসলাম (৩০) সিরাজগঞ্জের বেলকুচি থানার রামফনি এলাকার মজিবুর রহমানের ছেলে।

আশুলিয়ার ভাদাইল এলাকায় জহিরুলের বাড়িতে ভাড়া থেকে জামগড়া এলাকার আবু তালের মোল্লা পাবলিক স্কুলে শিক্ষকতা করেন তিনি।

ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমিনুল গুলশানে জঙ্গি হামলাকারী শফিকুলের সহযোগী বলে জানিয়েছে। আরও জিজ্ঞাসাবাদ চলছে। বিস্তারিত পরে জানানো হবে।

এর আগে গত ১৬ জুলাই শফিকুলের ‘সহযোগী’ মিলন হোসাইন নামে একজনকে গ্রেপ্তার করে পুলিশ। মিলন জামগড়া এলাকার মাদারি মাদবর মেমোরিয়াল একাডেমির শিক্ষক ছিলেন। ওই স্কুলেই শিক্ষকতা করতেন গুলশানে হামলাকারী শফিকুল ইসলাম উজ্জ্বল।

আমিনুলও একই স্কুলে চাকরি করতেন। তবে ছয় মাস আগে আলহাজ্ব আবু তালেব মোল্লা পাবলিক স্কুলে যোগ দেন তিনি।

প্রতিষ্ঠানটির পরিচালক আওলাদ হোসেন বলেন, “ঈদুল ফিতরের ছুটিতে যাওয়ার পর থেকে তিনি আর স্কুলে যোগদান করেনি। এছাড়া তার সর্ম্পকে আর কিছু বলতে পারবো না।”

গত ১ জুলাই গুলশানে নজিরবিহীন সেই জঙ্গি হামলায় ১৭ বিদেশি নাগরিকসহ ২২ জন নিহত হন। পরদিন সকালে সশস্ত্র বাহিনীর কমান্ডো অভিযানে হামলাকারী পাঁচ জঙ্গিসহ ছয়জন নিহত হন। জিম্মি অবস্থা থেকে উদ্ধার করা হয় ১৩ জনকে। হামলাকারীদের ছবি গণমাধ্যমে প্রকাশিত হলে উজ্জ্বলকে শনাক্ত করে তার স্বজনরা।