গুলশান হামলা: কুমিল্লা থেকে যুবক আটক
কুমিল্লা প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Jul 2016 10:14 PM BdST Updated: 01 Aug 2016 12:35 AM BdST
গুলশান হামলার ঘটনায় জড়িত সন্দেহে কুমিল্লা থেকে এক যুবককে আটক করেছে পুলিশ।
Related Stories
আটক মিঠু (২৮) মুরাদনগর উপজেলার শারমান্দা গ্রামের মুজিবুর রহমানের ছেলে ও বিএনপি নেতা রুহুল কুদ্দুস দুলুর পরিবারের গাড়ি চালক ।
ঢাকা মহানগর পুলিশ ও গোয়েন্দা পুলিশের যৌথ একটি দল সোমবার বিকালে তাকে আটক করে বলে কুমিল্লার পুলিশ সুপার শাহ আবিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
তিনি বলেন, “গুলশান হামলার দিন হলি আর্টিজান বেকারির সামনে একটি সাদা মাইক্রোবাসকে ঘোরাফেরা করতে দেখা গিয়েছিল। মিঠুকে ওই গাড়ির চালক বলে সন্দেহ করা হচ্ছে।”
সোমবার বিকালে তাকে বাড়ি থেকে আটকের পর সন্ধ্যায় পুলিশের ওই যৌথদল ঢাকায় নিয়ে যায় বলে জানান কুমিল্লার এসপি।
গুলশান হামলায় তদন্তে নরসিংদীর শিবপুর থেকে ২১ জুলাই এক নারীকে আটকের খবর এসেছে গণমাধ্যমে।
গত ১ জুলাই রাতে একদল জঙ্গি গুলশানের হলি আর্টিজান বেকারিতে ঢুকে ১৭ বিদেশিসহ ২০ জনকে হত্যা করে। পরদিন সকালে কমান্ডো অভিযান চালিয়ে ওই রেস্তোরাঁর নিয়ন্ত্রণ নিরাপত্তা বাহিনী নেওয়ার পর ছয় হামলাকারী নিহত হওয়ার তথ্য জানায়।
হামলাকারীদের আশ্রয় দেওয়ার অভিযোগে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপ-উপাচার্য গিয়াসউদ্দিন আহসান, তার ভাগ্নে, তার বাড়ির তত্ত্বাবধায়ক এবং শেওড়াপাড়ার একটি বাড়ির মালিককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গুলশানের ওই ক্যাফে থেকে উদ্ধার জিম্মিদের মধ্যে হাসনাত রেজাউল করিম এবং তাহমিদ হাসিব খানকে পুলিশ সন্দেহভাজন হিসেবে জিজ্ঞাসাবাদের পর থেকে তারা নিখোঁজ।
পুলিশ তাদের ছেড়ে দিয়েছে বললেও তারা এখনও বাড়ি না ফেরায় উদ্বেগ জানিয়ে আসছে তাদের পরিবার।
-
নড়াইলে অধ্যক্ষ লাঞ্ছিত: প্রতিবেদন দিয়েছে তদন্ত কমিটি
-
ভিটাই ভেসে গেছে সাগরের, আনোয়ারাদের ঘর-চাল দুটোই
-
ভাড়া কমল বরিশাল-ঢাকা নৌপথে
-
ধলেশ্বরী থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, দম্পতি আটক
-
গাজীপুরে চিত্রশিল্পীদের ৫ দিনের আর্ট ক্যাম্প শুরু
-
এমপির বাগানবাড়ি থেকে হনুমান উদ্ধার, সাফারি পার্কে হস্তান্তর
-
কিশোরগঞ্জের পাগলা মসজিদে জমল ৩ কোটি ৬০ লাখ
-
মাল্টিপল ভিসা: পেট্রাপোলে পর্যটক ফেরালেও হিলিতে চলাচল স্বাভাবিক
-
বানভাসিদের দিনলিপি: ভিটাই ভেসে গেছে সাগরের, আনোয়ারাদের ঘর-খোরাকি সবই
-
ধলেশ্বরী থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, দম্পতি আটক
-
নড়াইলে অধ্যক্ষ লাঞ্ছিত: প্রতিবেদন দিয়েছে তদন্ত কমিটি
-
গাজীপুরে চিত্রশিল্পীদের ৫ দিনের আর্ট ক্যাম্প শুরু
-
এমপির বাগানবাড়ি থেকে হনুমান উদ্ধার, সাফারি পার্কে হস্তান্তর
-
কিশোরগঞ্জের পাগলা মসজিদে জমল ৩ কোটি ৬০ লাখ
- বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতার পর ম্যাচ পরিত্যক্ত
- ওভারে ৩৫ রান দিয়ে ব্রডের বিশ্ব রেকর্ড
- নতুন চেহারার উইন্ডিজের সামনে আত্ম অনুসন্ধানী বাংলাদেশ
- দোরাইস্বামী যাচ্ছেন, আসছেন সুধাকর
- অসুস্থ ছিলাম, দলের কেউ খোঁজ নেয়নি: রওশন
- ভাড়া কমল বরিশাল-ঢাকা নৌপথে
- শিক্ষক হত্যা: জিতুর ‘বান্ধবী’ও বহিষ্কৃত, স্কুল খুললেও উপস্থিতি কম
- ব্যাটিং হতাশার ফাঁকে সাকিব-সোহানের ক্যামিও
- টিভি সূচি (শনিবার, ০২ জুলাই ২০২২)
- ভারতের ভ্রমণ ভিসায় ৩ মাস পূর্ণ না হলে ফেরত পাঠানোর অভিযোগ