তীব্র স্রোতে শিমুলিয়া-কাওড়াকান্দি ফেরি চলাচল ব্যাহত

পদ্মায় তীব্র স্রোতের কারণে শিমুলিয়া-কাওড়াকান্দি ফেরি চলাচল বিঘ্নিত হচ্ছে।

মুন্সীগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 July 2016, 07:22 AM
Updated : 24 July 2016, 07:24 AM

বিআইডব্লিউটিসি জানায়, সতেরোটি ফেরির মধ্যে চলছে নয়টি। এই রুটে চলাচলকারী যানবাহনের ব্যাপক জট সৃষ্টি হয়েছে। বিভিন্ন গন্তব্যের যাত্রীদের ব্যাপক দুভোর্গ পোহাতে হচ্ছে।

শিমুলিয়া ঘাটের বিআইডব্লিউটিসির সহকারী জেনারেল ম্যানেজার শাহনেওয়াজ খালিদ বলেন, স্রোতের কারণে ফেরি চলাচলে সমস্যা হচ্ছে। শনিবার রাতে রো রো ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর বিকল হয়ে গেছে।

“এছাড়া শিমুলিয়া থেকে যানবাহন নিয়ে কাওড়াকান্দি যাওয়ার পথে রো রো ফেরি শাহ পরান নোঙর করতে বাধ্য হয় লৌহজং টার্নিংয়ে। স্রোতে ভেসে আসা কাশবনে ফেরিটির পাখায় আটকে যাওয়ায় চলতে পারছিল না।”

যানবাহন নিয়ে ফেরিটি রাত ১০টা থেকে প্রায় ১২ ঘণ্টা আটকে ছিল বলে জানান তিনি।

শাহনেওয়াজ খালিদ বলেন, তীব্র স্রোতের কারণে ফেরিগুলোর চলাচলের গতিও বেশ কমে গেছে। আগে সময় লাগত সোয়া ঘণ্টা থেকে দেড় ঘণ্টা। আর লাগছে গড়ে প্রায় সোয়া ২ ঘণ্টা। তাই ফেরি চলাচল সীমিত করা হয়েছে।

শিমুলিয়া ঘাটে চার শতাধিক যানবাহন আটকে রয়েছে বলে জানান তিনি।

এই পথে চলাচলকারী ঢাকা থেকে খুলনাগামী যাত্রী মনির হোসেন রোববার সকালে বলেন, শনিবার বিকাল থেকে তিনি শিমুলিয়া ঘাটে অপেক্ষা করছিলেন।