পদ্মার স্রোতে ফেরি পার ব্যাহত

স্রোতের কারণে পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি পারাপারের গতি অর্ধেকের বেশি কমে গেছে; দুই পারে অপেক্ষায় রয়েছে সাত শতাধিক যানবাহন।

রাজবাড়ী প্রতিনিধিমানিকগঞ্জ ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 July 2016, 07:04 AM
Updated : 24 July 2016, 07:04 AM

বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক জিল্লুর রহমান বলছেন, তীব্র স্রোতের কারণে পাটুরিয়া-দৌলতদিয়া রুটের ১৮টি ফেরির মধ্যে ৫টি খুব পুরনো হওয়ায় চলতে পারছে না।

“বাকি ১৩টি ফেরি স্রোত মোকাবিলা করে ধীরে ধীরে চলাচল করছে। আগে যেখানে সর্বাধিক ৩৫ মিনিট সময় লাগত, এখন সেখানে সোয়া ঘণ্টার বেশি লাগছে।”

মানিকগঞ্জ জেলার ট্রাফিক পুলিশের পরিদর্শক আনোয়ার হোসেন বলছেন, পাটুরিয়া ঘাটে শতাধিক বাস ও তিন শাতাধিক ট্রাক পার হওয়ার অপেক্ষায় রয়েছে।

রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটের তত্ত্বাবধায়ক বিআইডব্লিউটিসির শফিকুল ইসলাম বলছেন, শনিবার থেকে এ ঘাটে ৩০-৪০টি বাস ও তিন শাতাধিক ট্রাক পার হওয়ার অপেক্ষায় রয়েছে।