শিমুলিয়া-কাওড়াকান্দি ফেরি চলাচল সীমিত

পদ্মায় প্রচণ্ড স্রোত আর ঢেউয়ে শিমুলিয়া-কাওড়াকান্দি নৌ রুটে ফেরি চলাচল সীমিত করা হয়েছে।

মুন্সীগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 July 2016, 12:00 PM
Updated : 23 July 2016, 12:12 PM

শনিবার এ নৌ রুটে ১৬টি ফেরির জায়গায় ১২টি ফেরি দিয়ে পারাপার করা হচ্ছে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাট ম্যানেজার (বাণিজ্য) মো. গিয়াস উদ্দিন পাটোয়ারি।

তিনি বলেন, পদ্মায় পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে দেখা দিয়েছে প্রচণ্ড স্রোত। তাছাড়া শনিবার কিছুটা দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকায় নদীতে দেখা দেয় উত্তাল ঢেউ।

“স্রোত ও উত্তাল ঢেউয়ে চলতে না পারায় ফেরি রানীক্ষেত, রায়পুরা ও রামশ্রী এবং অপেক্ষাকৃত ছোট ফেরি কর্ণফুলি বন্ধ রাখা হয়েছে।”

এদিকে শুক্রবার রাতেও ফেরি পারাপার সীমিত থাকায় ঘাটে পারাপারের অপেক্ষায় রয়েছে শতাধিক পণ্যবাহি ট্রাক।

শনিবার রাতের মধ্যেই এসব ট্রাক পার করা সম্ভব হবে বলে জানান বিআইডব্লিউটিসির এ কর্মকর্তা।