বগুড়ায় জঙ্গি প্রশিক্ষণকেন্দ্রের খোঁজে অভিযান

জঙ্গি প্রশিক্ষণকেন্দ্রের খোঁজে বগুড়ার ধুনট ও সারিয়াকান্দি উপজেলার চরাঞ্চলে যৌথ অভিযানে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনী।

বগুড়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 July 2016, 08:37 AM
Updated : 18 July 2016, 08:38 AM

রোববার মধ্যরাত থেকে চলমান অভিযানে সোমবার দুপুর পর্যন্ত কোনো জঙ্গি বা প্রশিক্ষণকেন্দ্রের সন্ধান পাওয়া যায়নি বলে র‌্যাব ১২ ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব আলম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, সারিয়াকান্দি উপজেলার কাজলার চর ও ধুনট উপজেলার নিমগাছিতে জঙ্গিদের প্রশিক্ষণ দেওয়া হয় এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হচ্ছে।

“এতে র‌্যাব, বিজিবি ও পুলিশের সাড়ে ৪০০ সদস্য একযোগে অংশ নিচ্ছেন।”

অভিযানের সময় জঙ্গিবাদীদের বিষয়ে তথ্য দেওয়ার জন্য জনগণের সামনে সচেতনতামূলক বক্তব্যও তুলে ধরে আইনশৃঙ্খলা বাহিনী।

সরজমিনে গিয়ে দেখা যায়, নিমগাছি সোনাহাটা উচ্চ বিদ্যালয়ের সামনে র‌্যাব ও পুলিশ সদস্যরা হ্যান্ডমাইকে এলাকাবাসীর উদ্দেশে সচেতনতামূলক বক্তব্য দেওয়া হচ্ছে।

কাউকে সন্দেহজনক মনে হলে তথ্য দিতে বলা হচ্ছে। যারা তথ্য দেবেন তাদের পরিচয় গোপন রাখার প্রতিশ্রুতির পাশাপাশি তাদের পুরস্কারের ঘোষণাও দেওয়া হচ্ছে।

লেফটেন্যান্ট কর্নেল মাহবুব বলেন, “অভিযানে অনেক তথ্য পাওয়া গেছে, সে অনুযায়ী কাজ চলছে।”

সারিয়াকান্দির কাজলা চরে র‌্যাব ১২ ব্যাটেলিয়নের কর্মকর্তা অতিরিক্ত ডিআইজি শাহাবুদ্দিন ও ধুনটের নিমগাছিতে মেজর মোসাদ্দেক, র‌্যাব ৫ এর মেজর মঞ্জুর মোরশেদ, র‌্যাব ১৩ এর মেজর মাহমুদ, বগুড়ার অতিরিক্ত এসপি মিজানুর রহমান ও এএসপি গাজীউর রহমান অভিযানে রয়েছেন বলে জানান তিনি।