ময়মনসিংহে ২টি আসনে ভোট গ্রহণ চলছে

জাতীয় সংসদের ময়মনসিংহ-১ ও ময়মনসিংহ-৩ আসনের উপ-নির্বাচনে ভোট গ্রহণ চলছে।  

ময়মনসিংহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 July 2016, 08:23 AM
Updated : 18 July 2016, 08:23 AM

সোমবার সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়। কোনো বিরতি ছাড়া একটানা চলবে বিকাল ৪টা পর্যন্ত।  

ভোট চলাকালে কোনো কেন্দ্রে গোলযোগের খবর পাওয়া যায়নি।

পুলিশ সুপার মঈনুল হক বলেন, ভোট গ্রহণ সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। 

জেলা নির্বাচন অফিসার মো. আলীমুজ্জামান বলেন, রাত থেকে গুড়ি গুড়ি বৃষ্টি ছিল। সকাল থেকে ভোটারের উপস্থিতি কম হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে।

হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলা নিয়ে ময়মনসিংহ-১ এবং গৌরীপুর উপজেলা নিয়ে ময়মনসিংহ-৩ আসন গঠিত।

গত ১১ মে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিনের মৃত্যুতে ময়মনসিংহ-১ এবং ২ মে মুজিবুর রহমান ফকিরের মৃত্যুতে ময়মনসিংহ-৩ আসনটি শূন্য হয়।

উপনির্বাচনে ময়মনসিংহ-১ আসনে তিনজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হলেন প্রয়াত প্রমোদ মানকিনের ছেলে আওয়ামী লীগের জুয়েল আরেং, জাতীয় পার্টির মো. সোহরাব উদ্দিন খান এবং স্বতন্ত্র সেলিমা খাতুন।

ময়মনসিংহ-৩ আসনের প্রার্থী হলেন পাঁচ জন। এরা হলেন আওয়ামী লীগের  নাজিম উদ্দিন আহমেদ, জাতীয় পার্টির মো. শামছুজ্জামান, ইসলামী ঐক্যজোটের মো. আবু তাহের খান, ন্যাপের মো. আব্দুল মতিন ও স্বতন্ত্র মো. আজিজুল হক।