চাঁপাইনবাবগঞ্জে হাত বোমাসহ ২ ‘জেএমবি’ আটক

চাঁপাইনবাবগঞ্জ সদরে ২০টি তাজা হাত বোমাসহ সন্দেহভাজন দুই জেমবি সদস্যকে আটক করেছে পুলিশ।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 July 2016, 12:45 PM
Updated : 11 July 2016, 12:45 PM

উপজেলার সুন্দরপুর থেকে রোববার রাতে তাদের আটক করা হয় বলে পুলিশ জানিয়েছে।

এরা হলেন চাঁপাইনবাবগঞ্জ সদরের ইসলামপুর ইউনিয়নের সুন্দরপুর বাগডাঙ্গা গ্রামের জয়নাল আবেদিনের ছেলে পল্লী চিকিৎসক সাইফুদ্দিন ওরফে সাইফুল ওরফে জামাল (৪০) ও সুন্দরপুর ইউনিয়নের মরা পাগলা গ্রামের হারুনুর রশিদের ছেলে আবুল কাসেম ওরফে তরিকুল (৩৫)।

জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ইন্সপেক্টর হামিদুর রশিদ বলেন, জঙ্গি হামলার পরিকল্পনার জন্য জেএমবি সদস্যরা জমায়েত হচ্ছে এমন সংবাদ পেয়ে রাত ৩টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম সাহিদের নেতৃত্বে সাইফুদ্দিন ওরফে সাইফুল ওরফে জামালের বাড়িতে অভিযান চালানো হয়।

“এ সময় ৩০/৩৫ জন পালিয়ে গেলেও সাইফুদ্দিন এবং আবুল কাসেম ওরফে তরিকুলকে ২০টি ককটেলসহ আটক করা হয়।”

পরে তাদের নিয়ে বিভিন্ন স্থানে অভিযান চালানো হয় বলেও জানান তিনি।