রংপুরে কিশোর হত্যায় ২ যুবকের মৃত্যুদণ্ড

রংপুরে পাঁচ বছর আগে এক কিশোরকে হত্যা মামলার দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছ আদালত।

রংপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 July 2016, 12:06 PM
Updated : 10 July 2016, 12:06 PM

রোববার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামান আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন পীরগাছা উপজেলার কৈকুড়ি ইউনিয়নের নজরমামুদ এলাকার লাজু মিয়া ও তার বন্ধু আবু রায়হান।

মামলার বরাত দিয়ে আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী (অতিরিক্ত পিপি) ফারুক মোহাম্মদ রেয়াজুল করিম বলেন, নজরমামুদ গ্রামের লাজু মিয়ার ভাতিজির সঙ্গে একই গ্রামের আবু রায়হানের প্রেমের সম্পর্ক ছিল।

তারা একই গ্রামের বাবু মিয়ার ছেলে ষষ্ঠ শ্রেণির ছাত্র স্বপনের মাধ্যমে (১২) চিঠির আদান প্রদান করত। বিষয়টি জানাজানি হলে ২০১১ সালের ২০ মার্চ রাতে স্বপনকে শ্বাসরোধে হত্যা করে লাশ কলা বাগানে মাটিচাপা দিয়ে রাখে হত্যাকারীরা।

রেয়াজুল করিম বলেন, পরদিন সকালে লাশ উদ্ধারের পর স্বপনের বাবা বাদী হয়ে লাজু মিয়া ও আবু রায়হানের বিরুদ্ধে পীরগাছা থানায় হত্যা মামলা করেন। পরে লাজু মিয়া আদালতে হত্যার কথা স্বীকার করেন।

ওই বছরের ৩ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা পীরগাছা থানার এসআই মজিবর রহমান দুই আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন বলে জানান তিনি।