লালমনিরহাটে মদ পানের পর ৩ জনের মৃত্যু

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় মদ পান করার পর একই পরিবারের তিন সদস্যের মৃত্যু হয়েছে, যারা সবাই পরিচ্ছন্নতাকর্মী ছিলেন। বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয় বলে চিকিৎসক প্রাথমিকভাবে ধারণা করছেন।

লালমনিরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 July 2016, 07:25 AM
Updated : 5 July 2016, 10:55 AM

মঙ্গলবার সকালে পুলিশ তুষভাণ্ডার ইউনিয়নের কাশিরাম এলাকার সুইপার কলোনি থেকে তিনজনের লাশ উদ্ধার করে বলে জানান কালীগঞ্জ থানার ওসি আরজু মো. সাজ্জাদ।

নিহতরা হলেন কলোনির যদুলাল (৬২), তার স্ত্রী রিনা বালা (৪০) ও শ্যালক জয়পুরহাটের রঞ্জন (২৫)।

ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার রাতে যদুলালের ছেলের বিয়ের অনুষ্ঠান শেষে তিনজন নিজেদের তৈরি মদ ও স্পিরিট পান করে ঘুমিয়ে পড়েন।

“মঙ্গলবার সকালে রিনা ও রঞ্জনকে বিছানায় মৃত এবং যদুলালকে গুরুতর অসুস্থ দেখতে পায় পরিবারের লোকজন।

“কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক যদুলালকে মৃত ঘোষণা করেন।”

মদের বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বলেন তিনি।

স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আহসান হাবীব বলছেন, “শুনেছি তারা অতিরিক্ত মদপান করেছিল। বিষক্রিয়ায় তাদের মৃত্যু হতে পারে। যদুলালকে হাসপাতালে আনা হলেও আগেই তার মৃত্যু হয়।”

মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের পর পাওয়া যাবে বলে তিনি জানান।

পুলিশ তিনজনের মৃতদেহ লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।