গুলশান হত্যাকাণ্ড বিনিয়োগে প্রভাব ফেলবে না: মুহিত

গুলশান হত্যাকাণ্ড বিদেশি বিনিয়োগে তেমন কোনো প্রভাব ফেলবে না বলে মনে করছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

সিলেট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 July 2016, 02:01 PM
Updated : 31 July 2016, 07:12 PM

সোমবার বিকালে সিলেটের রিকাবী বাজারে একটি রাস্তা উদ্বোধনকালে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

মন্ত্রী বলেন, “দুঃখজনক ঘটনা হলো বিদেশিরা এখানে একটু সাবধানে আসবে। তবে বিনিয়োগে তেমন কিছু হবে বলে মনে হচ্ছে না। কয়েকদিন অপেক্ষা করতে হবে, দেখতে হবে।

“তবে এ ঘটনার পর আমাদের সাবধান হতে হবে। এর কারণে দেশের ইকোনমিক স্ট্যান্ডিং ও ইকোনমিক প্রসেসে কোনো প্রভাব ফেলবে না।’’

এ সময় সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবিব, ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান, কাউন্সিলর তৌফিকুল হাদি, কোহিনুর ইয়াসমিন ঝর্ণা প্রমুখ উপস্থিত ছিলেন।

গত শুক্রবার রাতে গুলশান ২ নম্বরের হলি আর্টিজান বেকারিতে হামলা চালায় একদল অস্ত্রধারী জঙ্গি; দেশি বিদেশি অন্তত ৩৩ জন সেখানে জিম্মি হন। প্রায় ১২ ঘণ্টা পর কমান্ডো অভিযানে জিম্মি সঙ্কটের অবসান হলেও তার আগেই ১৭ বিদেশিসহ ২০ জনকে হত্যা করে জঙ্গিরা।