বরিশালে লঞ্চের ধাক্কায় নৌকাডুবি, জেলের মৃত্যু

বরিশালের ছোট কালাবদর নদীতে লঞ্চের ধাক্কায় নৌকা ডুবে এক জেলের মৃত্যু হয়েছে; আহত হয়েছেন অন্তত দুই জন।

বরিশাল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 July 2016, 10:06 AM
Updated : 3 July 2016, 10:06 AM

শনিবার গভীর রাতে এ দুর্ঘটনা ঘটে বলে বরিশাল মহানগর পুলিশের বন্দর থানার ওসি মাহবুব আলম জানান।

নিহত সোহেল হাওলাদার (৩০) সদর উপজেলার মধ্য ভেদুরিয়া গ্রামের আব্দুর রশিদ হাওলাদারের ছেলে।

আহতরা হলেন আবদুর জব্বার (২০) ও বাদশা হাওলাদার (৪০)। তাদের বাড়ি  সদরের চন্দ্রমোহন গ্রামে। তাদের বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি বলেন, ওই তিন জেলে নদীতে জাল ফেলে নৌকায় ঘুমিয়ে পড়েন। রাত ২টার দিকে  ঢাকা থেকে পটুয়াখালীগামী একটি লঞ্চের ধাক্কায় নৌকাটি ডুবে যায়।

“দুই জেলে সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও সোহেল নিখোঁজ হন। সকালের নদীতে তার লাশ পাওয়া যায়।”

লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।