লালমনিরহাটে বিদ্যুৎস্পৃষ্টে দুই সন্তানসহ নারীর মৃত্যু

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই সন্তানসহ এক প্রতিবন্ধী নারীর মৃত্যু হয়েছে।

লালমনিরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 July 2016, 10:36 AM
Updated : 2 July 2016, 10:36 AM

শনিবার দুপুরে উপজেলার উত্তর দলগ্রামে এ ঘটনা ঘটে বলে জানান কালীগঞ্জ থানার ওসি আরজু মো. সাজ্জাদ হোসেন।

এরা হলেন ওই গ্রামের ভ্যান চালক আব্দুল গফুর মিয়ার বাকপ্রতিবন্ধী স্ত্রী পারুল আক্তার (৩৪), তাদের ছেলে রানা মিয়া (১২) ও মেয়ে রিতু মনি (৩)।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ওসি জানান, গ্রামের বাবলু মিয়া বাঁশের খুঁটি দিয়ে বিলের উপর দিয়ে বিদ্যুতের অবৈধ সংযোগ নেন। কয়েক দিন আগে ওই লাইন ছিঁড়ে তার পড়ে বিলে। স্থানীয়রা লাইনটি সরাতে অনুরোধ জানালেও তা সরাননি বাবলু মিয়া।

“শনিবার দুপুরে রানা মিয়া ও তার বন্ধু সোহেল ওই বিলে মাছ ধরতে যায়। এ সময় ওই বিলে নামতেই বিদ্যুৎস্পৃষ্ট হয় রানা। সোহেল গিয়ে রানার মাকে খবরটা দিলে মেয়েকে কোলে নিয়েই ছেলেকে উদ্ধারের চেষ্টা চালান তিনি।”

এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই দুই সন্তানসহ ওই নারীর মৃত্যু হয় বলে জানান তিনি।

এ ঘটনায় মামলা হবে। সেইসঙ্গে পুলিশ জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা করছে বলেও জানান ওসি।