শেরপুরের ব্যবসায়ীর সন্ধান মেলেনি ৮ দিনেও

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার এক ওষুধ ব্যবসায়ীকে ‘তুলে নিয়ে যাওয়ার’ আটদিন পরেও তার খোঁজ মেলেনি।

শেরপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 July 2016, 02:27 PM
Updated : 1 July 2016, 02:27 PM

পরিবার বলছে, র‌্যাব পরিচয়ে সাদা পোশাকের লোকজন তাকে হতকড়া পরিয়ে জোর করে তুলে নিয়ে গেছে। তবে র‌্যাব এ ব্যাপারে কিছু জানে না বলছে।

নিখোঁজ আমিনুল ইসলাম (৩৪) উপজেলার নন্নী বাজারের ওষুধ ব্যবসায়ী এবং নন্নী ইউনিয়নের নিশ্চিতপুর গ্রামের মৃত আব্দুল হকের ছেলে।

আমিনুলের বড় ভাই আবু হারেছ বলেন, নন্নী বাজারে ‘আম্বিয়া মেডিকেল হাউজ’ নামে একটি ওষুধের দোকান রয়েছে আমিনুলের। 

“গত ২৩ জুন সকালে র‌্যাব পরিচয় দিয়ে ৬-৭ জনের সাদা পোশাকের একটি দল মাইক্রোবাসে জোর করে হাতকড়া পড়িয়ে আমিনুলকে তুলে নিয়ে যায়।”

খোঁজাখুঁজি করে না পেয়ে পরিবারের পক্ষ থেকে বৃহস্পতিবার নালিতাবাড়ী থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে বলে জানান হারেছ।

নালিতাবাড়ী থানার ওসি এ কে এম ফসিহুর রহমান বলেন, “এ ব্যাপরে আমরা একটি অভিযোগ পেয়েছি। অভিযোগটি খতিয়ে দেখা হচ্ছে।”

জামালপুর ব্যাব-১৪ ক্রাইম ও প্রিভেনশন কমান্ডার হায়েতুল ইসলাম খান বলেন, “বিষয়টি কেউ আমাদের অবহিত করেনি। এ রকম কোনো ঘটনাও আমাদের জানা নেই।”