নাইক্ষ্যংছড়িতে আ. লীগ নেতাকে কুপিয়ে হত্যা

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে স্থানীয় এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

কক্সবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 June 2016, 06:11 PM
Updated : 1 July 2016, 06:48 AM

নিহত মংশৈলুং মারমা (৫৬) উপজেলার বাইশারী ইউনিয়নের ধাবংখালী পাড়ার বাসিন্দা। তিনি ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন।

ওই ইউনিয়নের শ্মশানখোলা এলাকায় বৃহস্পতিবার রাতে তার উপর হামলা হয় বলে বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই আনিসুর রহমান জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে তিনি বলেন, “বাইশারী বাজার থেকে বাড়ি ফেরার পথে বৃহস্পতিবার রাত ১০টার দিকে ইউনিয়ন পরিষদ ভবনের কাছে দুর্বৃত্তরা মংশৈলুংকে পেছন থেকে কোপ দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”

ময়নাতদন্তের জন্য তার মরদেহ বান্দরবান সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নাইক্ষ্যংছড়ি থানার ওসি আবুল খায়ের বলেন, মংশৈলুং হত্যার ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

হত্যাকাণ্ডের পেছনের কারণ সম্পর্কে পুলিশ তাৎক্ষণিকভাবে কোনো ধারণা দিতে পারেনি। তবে নিহতের স্বজনরা বলছেন, জমি নিয়ে বিরোধের জের ধরে মংশৈলুংকে খুন করা হয়ে থাকতে পারে।

এদিকে নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তসলিম ইকবাল এক বিবৃতিতে খুনিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।