কাউন্সিলরের বিরুদ্ধে পৌর কর্মচারীকে মারধরের অভিযোগ

কিশোরগঞ্জ পৌরসভার এক কাউন্সিলরের বিরুদ্ধে এক কর্মচারীকে মারধরের অভিযোগ উঠেছে।

কিশোরগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 June 2016, 09:59 AM
Updated : 29 June 2016, 09:59 AM

এর প্রতিবাদে বুধবার সকাল থেকে পৌরসভায় কর্মচারীরা কর্মবিরতি শুরু করেছেন।

সকালে কর্মচারীরা কাজে যোগদান না করে মূল ফটকে তালা ঝুলিয়ে প্রতিবাদ সমাবেশ করেন।

পৌর কর্মচারী সংসদের সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তারা ঘটনায় জড়িত কাউন্সিলরের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

পৌর কর্মচারী সংসদের সভাপতি সিরাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. আজিজুল হক রোকনের অভিযোগ, পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আশরাফুল আলম শামীম কয়েকজন বহিরাগতকে নিয়ে মঙ্গলবার দুপুরে পৌরসভার প্রকৌশল শাখার ভারপ্রাপ্ত সার্ভেয়ার ও পৌর কর্মচারী সংসদের সাধারণ সম্পাদক মো. আজিজুল হক রোকনকে তার কক্ষে মারধর করেন।

এ ঘটনার প্রতিবাদে পৌর কর্মচারী সংসদ বুধবার সকাল থেকে কর্মবিরতি আহ্বান করে। বৃহস্পতিবার এ নিয়ে বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানান তারা।

পৌর মেয়র পারভেজ মিয়া বলেন, “উভয়পক্ষকে নিয়ে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের চেষ্টা চলছে। আশাকরি, দ্রুত স্বাভাবিক অবস্থা ফিরে আসবে।”

এ ব্যাপারে আজিজুল হক রোকন বলেন, “বিগত পৌর নির্বাচনে আমার আত্মীয়-স্বজন তার বিপক্ষে কাজ করার ক্ষোভ থেইে কাউন্সিলর আমার উপর হামলা চালিয়েছেন।”

তার অভিযোগ, “আজ সকালেও তিনি প্রকাশ্য সমাবেশে অস্ত্র নিয়ে হাজির হয়েছিলেন, যা সবাই দেখেছে। মেয়র সুরাহার আশ্বাস দেওয়ায় থানায় অভিযোগ করিনি।”

এ ব্যাপারে আশরাফুল আলমের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।