কিশোরগঞ্জে ৩ বিএনপি নেতা-কর্মী দণ্ডিত

নাশকতার মামলায় কিশোরগঞ্জ জেলা বিএনপির এক নেতাসহ দলটির তিন জনকে তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।

কিশোরগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 June 2016, 12:20 PM
Updated : 26 June 2016, 12:20 PM

এছাড়া দণ্ডিত প্রত্যেককে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে অতিরিক্ত আরও একমাসের বিনাশ্রম কারাভোগ করতে হবে।

রোববার আইনশৃংখলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আদালতের বিচারক আলাউল আকবর এ রায় দেন।  

দণ্ডিতরা হলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্মসাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেল, শ্রমিকদলকর্মী মো. রাজিব আহম্মদ আসাদ ও ছাত্রদলকর্মী মো. জহিরুল ইসলাম আরফান।

রায় ঘোষণার সময় তিন আসামিই আদালতে অনুপস্থিত ছিলেন।

মামলার নথি থেকে জানা যায়, ২০১৩ সালের ২২ জুন বিএনপির বিক্ষোভ মিছিল কর্মসূচিতে পুলিশের কাজে বাধা প্রদানসহ একটি ট্রাক ও অটোরিকশা ভাংচুরের ঘটনা ঘটে।

এ ঘটনায় কিশোরগঞ্জ মডেল থানার এসআই মেহেদী হাসান বাদী হয়ে ২৫ জনকে আসামি করে দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করেন।

পরে দুই জনকে অব্যাহতি দিয়ে ২৩ জনের নামে অভিযোগপত্র দেওয়া হয়। রায়ে অপর ২১ আসামিকে খালাস দেওয়া হয়েছে।