মুন্সীগঞ্জে মাটির নিচ থেকে গ্রেনেড ও গুলি উদ্ধার

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় মাটির নিচ থেকে চারটি গ্রেনেড ও ১১৭ রাউন্ড গুলি পাওয়া গেছে, যা মুক্তিযুদ্ধের সময়ের বলে ধারণা পুলিশের।

মুন্সীগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 June 2016, 12:37 PM
Updated : 25 June 2016, 12:37 PM

শনিবার দুপুরে উপজেলার কেওটচিড়া এলাকায় মসজিদ নির্মাণের জন্য মাটি খোঁড়ার সময় এগুলো পাওয়া যায় বলে জানান জেলার সহকারী পুলিশ সুপার মো. সামসুজ্জামান বাবু।

গ্রেনেড ও গুলিগুলোর কার্যক্ষমতা নষ্ট হয়ে গেছে বলে জানান তিনি।

এএসপি সামসুজ্জামান বলেন, “মসজিদ নির্মাণের জন্য মাটি খোঁড়া হচ্ছিল। এ সময় মাটির নিচ থেকে এ গোলা বারুদ পাওয়া যায়।

“ধারণা করা হচ্ছে মুক্তিযুদ্ধের সময় এগুলো মাটির নিচে পুঁতে রাখা হয়েছিল।”

উদ্ধার গ্রেনেড ও গুলি শ্রীনগর থানায় রাখা হয়েছে বলে জানান তিনি।