পদ্মা সেতুর অগ্রগতি ৩৫ শতাংশ: সেতুমন্ত্রী

পদ্মা সেতু প্রকল্পের ৩৫ শতাংশ অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মুন্সীগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 June 2016, 03:25 PM
Updated : 22 June 2016, 04:19 PM

বুধবার মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া মহাসড়কের নিমতলিতে বিআরটিএ-এর ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিদর্শনে এসে মন্ত্রী একথা বলেন।

২০০৯ সালে আওয়ামী লীগ সরকার পদ্মা সেতু নির্মাণের উদ্যোগ নেয়। দীর্ঘ টানাপড়েন শেষে নিজস্ব অর্থায়নেই পদ্মা সেতু নির্মাণের ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

২০১৪ সালের জুনে চায়না মেজর ব্রিজ কোম্পানিকে মূল সেতু নির্মাণের কাজ এবং সিনো হাইড্রো করপোরেশনকে নদী শাসনের কাজ দেওয়া হয়।

গত বছরের ১২ ডিসেম্বর পদ্মা নদীর উপর ৬ কিলোমিটার দীর্ঘ এই সেতু নির্মাণের মূল কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

২০১৮ সালের ডিসেম্বরের মধ্যে এই সেতু গাড়ি ও ট্রেন চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়ার কথা রয়েছে।

ওবায়দুল কাদের বলেন, “বর্তমানে পদ্মা সেতুর ১৪টি পাইলিংয়ের কাজ কমপ্লিট হয়েছে এবং মূল সেতু প্রকল্পের সার্বিক অগ্রগতি ৩৫ শতাংশ হয়েছে।”

বর্ষাকালেও স্বাভাবিকভাবেই পদ্মা সেতুর কাজ চলবে বলেও জানান তিনি।

ভ্রাম্যমাণ আদালতের কর্মকর্তাদের বিভিন্ন নির্দেশনা দিয়ে মন্ত্রী বলেন, “মোটরসাইকেলে যাতে তিনজন আরোহী উঠতে না পারে সেজন্য আপনারা, পুলিশ প্রশাসন কঠোর নজরদারি করবেন। তাতে দুর্ঘটনা কমে আসবে।”

এ সময় বিআরটিএ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবুল বাশার, মুন্সীগঞ্জের সহকারী পুলিশ সুপার সামসুজ্জামান বাবু প্রমুখ উপস্থিত ছিলেন।