মিথ্যা পরিচয়ে সাক্ষ্য দেওয়ায় ৩ জনের সাজা

মিথ্যা পরিচয়ে সাক্ষ্য দেওয়ায় নাটোরে দুই সাক্ষী ও বাদীকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে আদালত।

নাটোর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 June 2016, 04:48 PM
Updated : 21 June 2016, 04:48 PM

মঙ্গলবার দুপুরে জেলার জ্যেষ্ঠ মুখ্য বিচারিক হাকিম শামসুল আল আমিন এ আদেশ দেন।

এরা হলেন, বাদী সেলিনা বেগম, সাক্ষী ফিরোজ ও জুয়েল রানা।

একই সঙ্গে তাদেরকে দুই হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাবাসের আদেশ দিয়েছেন বলে আদালত পুলিশের এএসআই নবী হোসেন জানান।

তিনি বলেন, জেলার গুরুদাসপুরের বামন খোলা গ্রামের সিরাজুল ইসলামের স্ত্রী সেলিনা বেগম বাদী হয়ে এক লাখ টাকা পাওনা ফেরত চেয়ে আদালতে মামলা করে।

“ওই মামলায় সাক্ষ্য দিতে মঙ্গলবার দুপুরে আদালতে আসেন ফিরোজ ও জুয়েল রানা। এক পর্যায়ে বিচারকের সন্দেহ হলে দুই সাক্ষীকে জেরা করেন। এ সময় তারা ওই মামলার নির্ধারিত সাক্ষী নয় বলে জানায়।”

মিথ্যা পরিচয়ে সাক্ষ্য দেওয়ায় জন্য আদালত তাদের ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন বলে জানান এএসআই নবী।