মির্জাপুরে ৪ ‘ডাকাত’ গ্রেপ্তার

টাঙ্গাইলের মির্জাপুরে ‘আন্তঃজেলা ডাকাত’ দলের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

টাঙ্গাইল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 June 2016, 09:46 AM
Updated : 20 June 2016, 09:46 AM

সোমবার ভোরের দিকে উপজেলার গোড়াই শিল্পাঞ্চলের কর্ণফুলি নিট ইন্ডাস্ট্রিজ কারাখানায় ডাকাতির চেষ্টার সময় তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান মির্জাপুর থানার এসআই মোশাররফ হোসেন জানান।

গ্রেপ্তাররা হলেন বগুড়ার গজারিয়া উপজেলার জহুরুল ইসলামের ছেলে মো. লিয়াকত হোসেন (৩০), সারিয়াকান্দি উপজেলার কুতুবপুর গ্রামের মো. রানা হোসেন (১৮), রংপুরের পীরগাছা উপজেলার দুর্গাচরন গ্রামের শরিফুল ইসলামের ছেলে তানজিল বাবু (১৮) ও একই উপজেলার কামালপুর গ্রামের মহিদুল ইসলামের ছেলে মো. হাসান মিয়া (১৮)।

এ সময় তাদের কাছ থেকে বেশ কয়েকটি ধারাল অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।

এসআই মোশাররফ বলেন, রাত পৌনে ২টার দিকে ১০/১২ জন সশস্ত্র ডাকাত কর্ণফুলি নিট ইন্ডাস্ট্রিজের সীমানার প্রাচীর টপকে ভেতরে ঢুকে মিলের নিটিং ম্যানেজার মো. আব্দুল মান্নান ও নৈশ প্রহরীদের মারধর করে বেঁধে ডাকাতির চেষ্টা করে।

“ডাকাতির খবর পেয়ে মির্জাপুর থানা টহল পুলিশ ওই কারখানায় অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার করলেও অন্যরা পালিয়ে যায়।”