ঝালকাঠিতে বাবা হত্যায় ছেলের যাবজ্জীবন

বাবাকে হত্যা মামলায় ছেলেকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে ঝালকাঠির একটি আদালত।

ঝালকাঠি প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 June 2016, 12:29 PM
Updated : 19 June 2016, 12:29 PM

দণ্ডিত মো. কামাল হোসেন (৩০) রাজাপুর উপজেলার রোলা গ্রামের সিরাজুল হকের ছেলে।

রোববার দুপুরে ঝালকাঠি জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো.শফিকুল করিম আসামির উপস্থিতিতে এ রায় দেন।

একইসঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল মান্নান রসূল।

মামলার বরাত দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, ২০১৪ সালের ১০ নভেম্বর সকালে কামাল হোসেন তার মা জয়তুন্নেছাকে কলার ঝুড়ি মাথায় তুলতে সহযোগিতা করতে বলেন। ঝুড়ি তুলে দেওয়ার সময় তা মাটিতে পড়ে পাকা কলা নষ্ট হয়ে যায়।

“এর ক্ষতিপূরণ হিসেবে বাবা সিরাজ হাওলাদারের (৬৫) কাছে পাঁচশত টাকা দাবি করেন কামাল। তাতে অসম্মতি জানালে বাবার মাথায় লাঠি দিয়ে আঘাত করেন তিনি। এতে গুরুতর আহত সিরাজ হাওলাদার হাসপাতালে নেওয়ার পর মারা যান।”

এ ঘটনায় জয়তুন্নেছা বাদী হয়ে ছেলের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন।