দুই পরিবারের সংঘর্ষে ২ জনের মৃত্যু

জামালপুরের বকশীগঞ্জে ‘শিশুদের খেলা’ নিয়ে ঝগড়ার জেরে দুই পরিবারের সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়েছে।

জামালপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 June 2016, 08:30 AM
Updated : 17 June 2016, 09:43 AM

বৃহস্পতিবার রাতে উপজেলার গোয়ালগাঁও মধ্যপাড়ায় মারামারির এ ঘটনার পর চারজনকে আটক করা হয়েছে বলে পুলিশ সুপার মো. নিজাম উদ্দীন জানিয়েছেন।

নিহতরা হলেন- মধ্যপাড়ার বাসিন্দা মণ্ডল মিয়া (৫৫) ও মোশারফ হোসেন (৫০)।

বৃহস্পতিবার সন্ধ্যায় ‘কাঁঠালের বিচি নিয়ে খেলার সময়’ মণ্ডলের নাতি শামীম (৭) ও মোশারফের নাতনি মঞ্জুরানীর (৮) মধ্যে হাতাহাতি থেকে দুই পরিবারের ঝগড়ার সূত্রপাত হয় বলে পুলিশ সুপার জানান।

তিনি বলেন, “বাচ্চাদের হাতাহাতির ঘটনায় ক্ষুব্ধ হয়ে মোশারফ ও পরিবারের লোকজন মণ্ডল মিয়ার বাড়িতে হামলা করে। এতে মণ্ডল গুরুতর আহত হন। পরে মণ্ডলের পরিবারের লোকজন মোশারফের ওপর পাল্টা হামলা চালায়।”

তাদের দুজনকেই আহত অবস্থায় প্রথমে বকশীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে মণ্ডলকে ময়মনসিংহে এবং মোশারফকে ঢাকায় পাঠানো হয়।

বৃহস্পতিবার রাত ২টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মণ্ডল মিয়া এবং শুক্রবার সকাল ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মোশারফ হোসেনের মৃত্যু হয় বলে পুলিশ সুপার জানান।

দুই পরিবারের চারজনকে আটকের কথা জানালেও তাদের নাম প্রকাশ করননি তিনি।