অপহরণের অভিযোগে সেনাসদস্যসহ আটক ৫

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় এক ব্যক্তিকে অপহরণের অভিযোগে এক সেনা সদস্যসহ পাঁচ জনকে আটক করেছে পুলিশ।

মুন্সীগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 June 2016, 06:18 PM
Updated : 10 June 2016, 06:18 PM

শুক্রবার শ্রীনগরের বাড়ৈখালী বাজারে তাদের আটক করা হয় বলে পুলিশ জানিয়েছে।  

আটকরা হলেন ঢাকার নবাগঞ্জের দুর্গাপুর গ্রামের ইমান আলীর ছেলে সেনাবাহিনীর ল্যান্স কর্পোরাল সফিউদ্দিন (২৮), আজিম উদ্দিনের ছেলে নাদিম (২৫), মোজাম্মেল হকের ছেলে সৌরভ (২৬), মোসলেমহাটি গ্রামের আবু সাঈদের ছেলে সেলিম (২৮) ও আনোয়ার খানের ছেলে দুলালকে (২৭)।

ওই সময় তাদের ব্যবহৃত একটি প্রাইভেটকার, তিনটি ছোরা, লোহার রড ও রশি জব্দ করা হয়।

শ্রীনগর থানার ওসি সাহিদুর রহমান স্থানীয়দের বরাত দিয়ে বলেন, নবাবগঞ্জের মুসলেমহাটি গ্রামের আমজাদ মাস্টারের ছেলে ‘মাদক ব্যবসায়ী’ সুজনকে (৩৫) অপহরণ করে একটি প্রাইভেটকারে করে ঢাকার দিকে নিয়ে যাচ্ছিল তারা।  

“পথে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বাড়ৈখালী বাজারে পৌঁছলে সুজন চিৎকার শুরু করেন।”

ওসি বলেন, সুজনের চিৎকারে লোকজন এগিয়ে এসে প্রাইভেটকারটির গতিরোধ করে। পরে অপহরণকারীদের আটক করে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।

মাদক ব্যবসা নিয়ে বিরোধের জের ধরে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। অপহরণ মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।