গাজীপুরে স্ত্রী হত্যায় স্বামীর ১০ বছর কারাদণ্ড

গাজীপুরের কাপাসিয়ায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীকে ১০ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে পাঁচ হাজার টাকা জরিমানাও করা হয়।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 June 2016, 10:22 AM
Updated : 8 June 2016, 10:22 AM

একই ঘটনায় অপর ধারায় আরও দুই বছরের সশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করা হয়। এ জরিমানা অনাদায়ে আরও এক মাসের সশ্রম কারাভোগ করতে হবে।

বুধবার গাজীপুর জেলা ও দায়রা জজ এ কে এম এনামুল হক আসামির উপস্থিতিতে এ রায় দেন।

দণ্ডিত হামিদ উল্লাহ ওরফে হামিদ কাপাসিয়া উপজেলার তরগাঁও এলাকার বাসিন্দা।

মামলার নথি থেকে জানা যায়, ২০১০ সালের ১৮ জানুয়ারি রাতে শাশুড়ির সঙ্গে হোসনেয়ারা বেগমের ঝগড়া হয়। এর জেরে হোসনেয়ারার সঙ্গে হামিদের কথা কাটাকাটি হয়।

এক পর্যায়ে উত্তেজিত হয়ে স্ত্রীকে গলা টিপে শ্বাসরোধ করে হত্যার পর হামিদ স্ত্রীর লাশ বাড়ির পাশে জমিতে পুঁতে রাখে।

পরে হামিদের স্বীকারোক্তি অনুযায়ী ২৭ জানুয়ারি লাশ উদ্ধার করে স্বজনরা।

আদালত পুলিশের পরিদর্শক মো. রবিউল ইসলাম জানান, এ ঘটনায় ওইদিন নিহতের বড় ভাই জামাল উদ্দিন বাদী হয়ে  কাপাসিয়া থানায় মামলা করেন এবং পুলিশ হামিদকে গ্রেপ্তার করে।