কক্সবাজারে দুই দুর্ঘটনায় নিহত ৪

কক্সবাজারে দুটি সড়ক দুর্ঘটনায় চার জন হয়েছেন; আহত হয়েছেন আরও তিনজন।

কক্সবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 June 2016, 10:09 AM
Updated : 6 June 2016, 10:09 AM

সোমবার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ফাঁসিয়াখালী ও কক্সবাজার-টেকনাফ সড়কের পালংখালীর গয়ালমারায় এ দুই দুর্ঘটনা ঘটে।

উখিয়ার পালংখালীতে পিকআপ ও অটোরিকশার সংঘর্ষে তিনজন এবং চকরিয়ার ফাঁসিয়াখালীতে মাইক্রোবাসের ধাক্কায় এক বৃদ্ধ নিহত হন।

উখিয়া থানার ওসি মো. হাবিবুর রহমান বলেন, বেলা ২টার দিকে পালংখালীর গয়ালমারায় উখিয়া অভিমুখী অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলে দুইজন এবং উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে একজনের মৃত্যু হয় বলে জানান তিনি।

নিহত হলেন টেকনাফের কাঞ্জরপাড়ার কবির আহমদের ছেলে নুরুল ইসতেফাস (১৯)। নিহত অন্য দুইজন ও আহতদের পরিচয় জানা যায়নি।

নিহত তিনজনের লাশ উখিয়া থানায় রয়েছে বলে জানান ওসি হাবিবুর।

চিরিঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই আবুল হাশেম মজুমদার জানান, সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার ফাঁসিয়াখালী এলাকায় মাইক্রোবাসের ধাক্কায় এক বৃদ্ধ নিহত হয়েছেন।

নিহত আব্দুল কাদের (৬০) ফাঁসিয়াখালী ইউনিয়নের সিকদার পাড়ার প্রয়াত দেলোয়ার হোসেনের ছেলে। 

এসআই হাশেম বলেন, ফাঁসিয়াখালী রাস্তার মাথায় বৃদ্ধ আব্দুল কাদের দাঁড়িয়ে ছিলেন। এসময় কক্সবাজারমুখী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

লাশ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।