প্রতিবন্ধী প্রধান শিক্ষককে লাঞ্ছনার প্রতিবাদ

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় শারীরিক প্রতিবন্ধী এক প্রধান শিক্ষককে লাঞ্ছিত করার প্রতিবাদে ও দোষীদের বিচারের দাবিতে তার শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে মানববন্ধন করেছে।

লালমনিরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 June 2016, 12:57 PM
Updated : 4 June 2016, 12:57 PM

শনিবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত কালীগঞ্জ উপজেলার গোড়ল ইউনিয়নের খান্ডোরচড়া বহুমূখী উচ্চ বিদ্যালয়ের মাঠে মানববন্ধন ও বিক্ষোভ করে শিক্ষার্থীরা।

এ ঘটনার বিচারের দাবিতে বিদ্যালয় মাঠে মানববন্ধন ও বিক্ষোভে বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকরা একাত্বতা প্রকাশ করেন।

মানববন্ধনে অংশ নেয়া শিক্ষার্থীরা জানায়, বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সদস্য আব্দুস সাত্তার (মাতব্বর) বিদ্যালয়ের কমিটিতে প্রতিষ্ঠাতা সদস্য হতে না পেরে গত বৃহস্পতিবার বিদ্যালয় মাঠে প্রকাশ্যে শারীরিক প্রতিবন্ধী প্রধান শিক্ষক আব্দুল লতিফকে মারধর করে।

এ ঘটনায় পরদিন শুক্রবার রাতে প্রধান শিক্ষক আব্দুল লতিফ কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দেন।

এদিকে শিক্ষক লাঞ্ছনার বিচার না হওয়া পর্যন্ত অনির্দিষ্ট কালে জন্য ক্লাস বর্জনের ঘোষণা দেয় আন্দোলনরত শিক্ষার্থীরা।

কালীগঞ্জ থানার ওসি মো. আতিয়ার রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ অফিসার পাঠানো হয়েছে এবং ঘটনার তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।