মেঘনায় নৌকা ডুবে শিশুশ্রমিক নিহত

ভোলার শহরতলিতে মেঘনায় লঞ্চের ধাক্কায় মাছ ধরার নৌকা ডুবে এক শিশুশ্রমিক মারা গেছে। আহত হয়েছে আরও দুই শিশুশ্রমিক।

ভোলা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 June 2016, 09:50 AM
Updated : 1 June 2016, 09:50 AM

বুধবার ভোরে তুলাতুলি এলাকার এ দুর্ঘটনায় আরিফের (৯) মৃত্যু হয়।

সদর মডেল থানার ওসি খায়রুল কবির বলেন, ভোরবেলা ঢাকা থেকে আসা দৌলতখানমুখী লঞ্চ এমভি সম্পদ তুলাতুলি ঘাটে নোঙ্গর করতে গিয়ে মাছ ধরার নৌকাটিকে ধাক্কা দেয়।

“নৌকা উল্টে গেলে আরিফ নিখোঁজ হয়। বেলা ১১টার দিকে তার লাশ ভেসে ওঠে।”

এ সময় নৌকার অপর দুই শিশু আহত হলে তাদের সদর হাসপাতালে ভর্তি করা হয় বলে তিনি জানান।

“তাদের মধ্যে তানজিল (১২) চিকিৎসাধীন। অন্যজন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে যাওয়ায় তার নাম জানা যায়নি।”

স্থানীয়দের বরাত দিয়ে ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শাহ মাদার গ্রামের জামালের ছেলে আরিফসহ তিন শিশু মাছ ধরার কাজে সহকারী হিসেবে কাজ করত।

নৌকার মালিক ও জেলের নাম-পরিচয় এখনও উদ্ধার করতে পারেনি পুলিশ।

লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।