বরিশালে লঞ্চ চলাচল স্বাভাবিক

ঘূর্ণিঝড় রোয়ানুর করণে এক দিন বন্ধ থাকার পর বরিশালের অভ্যন্তরীণ রুটের নৌযান চলাচল স্বাভাবিক হয়েছে।

বরিশাল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 May 2016, 01:12 PM
Updated : 22 May 2016, 01:12 PM

রোববার ভোর ৬টা থেকে বরিশাল বন্দর থেকে বিভিন্ন গন্তব্যে ছেড়ে গেছে অভ্যন্তরীণ রুটের লঞ্চগুলো।

তবে যাত্রী সংখ্যা তুলনামূলকভাবে কম ছিল বলে জানান অভ্যন্তরীণ রুটের লঞ্চ মালিক আব্দুল্লাহ আল মামুন।

বরিশাল বিআইডব্লিউটিএ-এর নৌনিরাপত্তা ও ট্রাফিক বিভাগের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) মোস্তাফিজুর রহমান জানান, ঘূর্ণিঝড় রোয়ানুর সতর্কতা হিসেবে শুক্রবার বিকেল ৫টা থেকে নৌযান চলাচলে উপর নিষেধাজ্ঞা জারি করা হয়।

শনিবার দুপুরে রোয়ানু উপকূলে আঘাত হানার পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে রাতে একটি লঞ্চ যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।

তবে নৌযান চলাচলে উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয় রোববার সকালে।