চাঁদপুরে হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

চাঁদপুরে রেস্টুরেন্ট কর্মচারী রুবেল বেপারী হত্যার নয় বছর পর একজনের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। এছাড়া তাকে একলাখ টাকা জরিমানাও করা হয়।

চাঁদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 May 2016, 11:47 AM
Updated : 22 May 2016, 11:47 AM

রোববার চাঁদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মামুনুর রশিদ আসামির উপস্থিতিতে এই রায় দেন।

দণ্ডিত মো. ওমর খান ওরফে ওমু জেলা শহরের খলিশাডুলী এলাকার সিরাজ খানের ছেলে।

ওই আদালতের অতিরিক্ত পিপি মো. সায়েদুল ইসলাম জানান, ২০০৭ সালের ২৩ জুন দুপুর আড়াইটায় চাঁদপুর শহরের খলিসাডুলী হাজী সুপার মার্কেটের দুদুখানের দোকানের কর্মচারী রুবেলের কাছ থেকে ওমর খান চা-সিঙ্গারা বাকিতে খেতে চান।

“রুবেল বাকি দিতে অস্বীকার করলে ওমর তাকে দোকানে থাকা রুটি ও আলু কাটার ছোরা দিয়ে কুপিয়ে হত্যা করেন।”

ঘটনার পরপরই দোকানের মালিক দুদু খান আসামিকে পুলিশের হাতে তুলে দেন এবং ওইদিনই চাঁদপুর মডেল থানায় ওমর খানকে আসামি করে মামলা দায়ের করেন বলে জানান সায়েদুল।

তদন্তকারী কর্মকর্তা চাঁদপুর মডেল থানর এসআই সুনীল কুমার সেন ২০০৭ সালের ২৯ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন।