নরসিংদীতে টেক্সটাইল মিলে অগ্নিকাণ্ডে নিহত ৩

নরসিংদী সদর উপজেলায় একটি টেক্সটাইল মিলের কেমিক্যাল থেকে ধরা অগ্নিকাণ্ডে এক পাকিস্তানিসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১২ জন।

নরসিংদী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 May 2016, 07:22 AM
Updated : 21 May 2016, 09:25 AM

নরসিংদী পুলিশ সুপার আমেনা বেগম জানান, শনিবার সকাল পৌনে ৬টার দিকে উপজেলার শীলমান্দি এলাকার ‘মম ট্রেক্সটাইল’ নামে ওই কারখানায় অগ্নিকাণ্ড ঘটে।

নিহতদের মধ্যে মিলের প্রোডাকশন ম্যানেজার পাকিস্তানি নাগরিক আশিকুর রহমান (৪০), ডিজাইনার রমজান আলির (৪০) নাম জানালেও আরেক শ্রমিকের নাম জানাতে পারেননি তিনি।

আহতদের নরসিংদী সদর হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নরসিংদী ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মিলের পূর্ব পাশে কেমিক্যাল স্টোর রুম থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে তা কারখানার আশেপাশে ছড়িয়ে পড়ে।

“খবর পেয়ে নরসিংদী, মাধবদী, পলাশ ও ঢাকার ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় সকাল সাড়ে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।”

এ সময় মাজারুল ইসলাম নামে এক ফায়ারম্যান আহত হন বলেও জানান তিনি।

স্টোর রুমের কেমিক্যাল বিস্ফোরণ থেকে কারখানায় অগ্নিকাণ্ড ঘটে বলে প্রাথমিক ভাবে ধারণা করছেন ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

তবে ক্ষয়-ক্ষতির তথ্য প্রাথমিকভাবে জানাতে পারেননি তিনি।