সড়কে গাছ পড়ে ভোলা-চরফ্যাশন যান চলাচল বন্ধ

ঘূর্ণিঝড় রোয়ানুর প্রভাবে ঝড়ো হাওয়ায় সড়কে গাছ ভেঙে পড়ে ভোলা-চরফ্যাশন রুটে যান চলাচল বন্ধ হয়ে গেছে।

ভোলা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 May 2016, 07:07 AM
Updated : 21 May 2016, 07:07 AM

ভোলা বাস মালিক সমিতির সেক্রেটারি মো. আবুল কালাম জানান, শনিবার সকালে ভোলা সদরের বাংলা বাজার এলাকা ও লালমোহনের উপজেলার গজরিযা এলাকায় গাছ ভেঙে পড়লে যান চলাচল বন্ধ হয়ে যায়।

স্থানীয়দের সহায়তায় ভেঙে পড়া গাছগুলো সরানোর চেষ্টা করা হচ্ছে বলে জানান তিনি।

এদিকে রোয়ানুর প্রভাবে সৃষ্ট ঝড়ে তজুমদ্দিন উপজেলায় এ নারী ও কিশোরসহ দুজনের মৃত্যু এবং জেলার অর্ধশতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এ সব ঘটনায় আহত হয়েছেন অর্ধ শতাধিক লোক।

জেলা প্রশাসক মো. সেলিম উদ্দিন বলেন, পুরো জেলায় থেমে থেমে ঝড় হচ্ছে। ভোলার মেঘনা, তেতুলিয়া নদীতে স্বাভাবিকের চেয়ে ২/৩ ফুট উচ্চতায় নদীর পানি প্রবাহিত হচ্ছে।

এছাড়া ভোলার ১৮টি চরের বাসিন্দাদের নিরাপদে আশ্রয় কেন্দ্রে আনা হয়েছে বলে জানান তিনি।