সংঘর্ষ থামাতে ১৫১ রাউন্ড রাবার বুলেট

কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় আসামি ধরাকে কেন্দ্র করে সংঘর্ষে ১০ পুলিশসহ কমপক্ষে ৩০ জন আহত হয়েছে।

কিশোরগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 May 2016, 06:58 PM
Updated : 20 May 2016, 06:58 PM

শুক্রবার বিকেলে ভবানীপুর গ্রামে এই গোলাগুলি ও আহত হওয়ার ঘটনা ঘটে বলে ভৈরব থানার ওসি মো. বদরুল আলম তালুকদার জানান।

ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার বিকেল ৫টার দিকে হত্যা মামলা আসামি ধরতে পুলিশ ভবানীপুর গ্রামে স্থানীয় আওয়ামী লীগ নেতা জয়নাল আবেদীন ও তার পক্ষের লোকজনের বাড়িঘরে অভিযান চালায়।

“এ সময় জয়নাল পক্ষের লোকজন লাঠিসোটা ও ইট-পাটকেল নিয়ে পুলিশের উপর চড়াও হলে সংঘর্ষ বাধে।”

পরে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে ওসি জানান।

ওসি বলেন, সংঘর্ষ থামাতে গিয়ে পুলিশ কমপক্ষে ১৪ রাউন্ড কাঁদানে গ্যাসের শেল ও ১৫১ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে।

এলাকাবাসী জানিয়েছে, পুলিশ জয়নাল আবেদীনের লোকজনের বাড়িতে আসামি ধরার জন্য অভিযান চালায়। এ সময় জয়নালের প্রতিপক্ষ একই গ্রামের স্থানীয় আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবীরের লোকজন পুলিশের পক্ষে যোগ দেওয়ায় সংঘর্ষ ভয়াবহ আকার ধারণ করে।

প্রায় দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষ চলাকালে জয়নাল আবেদীনের পক্ষের ১০-১২টি বসতবাড়ি ভাংচুরের ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানিয়েছে।