কান ধরে মানববন্ধন করল হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্যপরিষদ

নারায়ণগঞ্জে প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে মারধরের প্রতিবাদে কান ধরে মানববন্ধন করেছে চুয়াডাঙ্গার হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্যপরিষদ।

চুয়াডাঙ্গা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 May 2016, 04:23 PM
Updated : 20 May 2016, 04:23 PM

শুক্রবার বিকাল সাড়ে ৪টায় জেলা শহরের শহীদ হাসান চত্বরে এ কর্মসূচি আয়োজন করা হয় বলে পরিষদের সাধারণ সম্পাদক জয়ন্ত সিংহ রায় জানান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কর্মসূচিতে বক্তারা নারায়ণগঞ্জের সংসদ সদস্য সেলিম ওসমানের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

মানববন্ধনে পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক কিশোর কুমার কুণ্ডুসহ জেলা উদীচীর নেতারাও অংশ নেন বলে তিনি জানান।

ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ তুলে নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় পিয়ার সাত্তার লতিফ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে শুক্রবার মারধর করে স্থানীয়রা। পরে স্থানীয় সংসদ সদস্য সেলিম ওসমা তাকে কান ধরে উঠ-বস করান। মঙ্গলবার তাকে বরখাস্ত করে স্কুল কর্তৃপক্ষ।