ফেনী মডেল থানার ওসি মো. মাহবুব মোর্শেদ জানান, বৃহস্পতিবার রাতে বিএনপির মনোনীত প্রার্থী মো. কামাল উদ্দিনের বাগিতে এ হামলা হয়।
কামাল উদ্দিন জানান, মধ্যরাতে অজ্ঞাত লোকজন তার বাড়িতে অতর্কিতে বোমা হামলা করে। তারা বাড়ির পাশে মক্তবের জানালার গ্লাস বেঙে ফেলে।
“ওই সময় ঘরের লোকজন নিরাপদ আশ্রয়ে চলে যায়। এক পর্যায়ে প্রতিবেশীরা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।”
বাড়ির সামনে ও ভিতরে অবিস্ফোরিত কিছু বোমা পড়ে থাকতে দেখে তিনি পুলিশে খবর দেন বলে জানান।
ফেনী মডেল থানার ওসি মো. মাহবুব মোর্শেদ জানান, বোমা হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাস্থল থেকে চরাটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ।
এ ঘটনায় চেয়ারম্যান প্রার্থী কামালের ভাই ফরিদ আহম্মেদ বাদী হয়ে অজ্ঞাত পরিচয় ২০/২৫ জনকে আসামি করে ফেনী মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন বলে পুলিশ জানিয়েছে।
আগামী ৪ জুন পাঁচগাছিয়া ইউনিয়ন পরিষদের ভোট গ্রহণ হবে।