দরিদ্র মানুষের ঋণ আর অভাবকে পুঁজি করে নাটোরের গুরুদাসপুরে গড়ে উঠেছে ‘কিডনি বাণিজ্যের’ চক্র।
প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন বৃহস্পতিবার কালিহাতী উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আবুল বাশার একথা জানান।
তিনি বলেন, বৃহস্পতিবার আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নজরুল ইসলাম এবং বিএনপি প্রার্থী মোখলেছুর রহমান বাবলু তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন।
“তাই আওয়ামী লীগ প্রার্থী এম এ মালেক ভূইয়ার আর কোনো প্রতিদ্বন্দ্বী রইল না।”
জেলা নির্বাচন কর্মকর্তা বৃহস্পতিবার দুপুরে বলেন, দশকিয়া ইউনিয়নে তিন প্রার্থীর মধ্যে দুই জন প্রার্থিতা প্রত্যাহার করে নেওয়ায় এম এ মালেক ভূইয়াকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান ঘোষণা করা হয়েছে।