কুষ্টিয়ায় চিকিৎসককে কুপিয়ে হত্যা

কুষ্টিয়া সদরে এক হোমিওপ্যাথ চিকিৎসককে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

কুষ্টিয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 May 2016, 05:50 AM
Updated : 20 May 2016, 05:50 AM

কুষ্টিয়া মডেল থানার ওসি শাহবুদ্দিন চৌধুরী জানান, শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার বটতৈল ইউনিয়নের শিশির মাঠ এলাকায় এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।  

নিহত মীর সানোয়ার হোসেনের বাসা কুষ্টিয়া শহরের মদনপুরে। প্রতি শুক্রবার তিনি বটতৈলে গরীব রোগীদের বিনা খরচে চিকিৎসা দিতে আসতেন।

সকালে ওই ডিসপেনসারিতে যাওয়ার পথেই মোটর সাইকেল থামিয়ে সানোয়ার ও তার সঙ্গে থাকা একজনকে কুপিয়ে জখম করা হয় বলে জানিয়েছে পুলিশ।  

ওসি শাহবুদ্দিন চৌধুরী জানান, সামসুজ্জামান নামে আহত অন্যজনকে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক বলে শোনা গেলেও বিষয়টি নিশ্চিত করতে পারেনি পুলিশ। 

কারা কেন এই হামলা চালিয়েছে, সে বিষয়েও ওসি কোনো ধারণা দিতে পারেননি।

নিহতের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।