“আপনাদের চেষ্টা যদি সমভাবে না থাকে আমাদের একক চেষ্টায়, আইনশৃঙ্খলা বাহিনীর একক চেষ্টায় এটা হবে না।”
আহত ফারুক দিনাজপুরের বিরল উপজেলার লক্ষ্মীরহাট গ্রামের জসিম উদ্দিনের ছেলে। তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
কালীগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন জানান, শুক্রবার সকালে ফুলবাড়ী রেললাইনের পাশে ওই কিশোরকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
ওসি আনোয়ার বলছেন, “কিশোর অপরাধী ফারুককে দিনাজপুর জেলা কারাগার থেকে ট্রেনে করে যশোরের পুলেরহাট কিশোর সংশোধনাগারে নিয়ে যাওয়া হচ্ছিল। ট্রেনটি ফুলবাড়ির বারবাজার এলাকায় পৌঁছালে সে পালানোর জন্য লাফ দিলে পড়ে আহত হয়।”
ফারুকের পকেটে পাওয়া কারাগারের একটি পাসবই দেখে পুলিশ তার পরিচয় সম্পর্কে নিশ্চিত হয়েছে বলে জানান তিনি।