মেহেরপুরে তিন ভাই হত্যা: ১ জনের ফাঁসির রায়

মেহেরপুরে তিন সহোদরকে হত্যার প্রায় আট বছর পর একজনের ফাঁসির রায় দিয়েছে আদালত। আরও দুই জনকে দেওয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড।

মেহেরপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 May 2016, 07:47 AM
Updated : 19 May 2016, 07:56 AM

বৃহস্পতিবার মেহেরপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ টি এম মুসা এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হলেন মিনহাজুল আবেদীন দুখু। যাবজ্জীবন দণ্ডিতরা হলেন আজিম উদ্দীন ও তোজাম্মেল ওরফে চেতন আলী।

রায় ঘোষণার সময় চেতন আলী আদালতে উপস্থিত ছিলেন। দুখু ও আজিম উদ্দীন পলাতক রয়েছেন।

মামলার নথি থেকে জানা যায়, ইউপি নির্বাচনের বিরোধকে কেন্দ্র করে ২০০৮ সালের ৩০ অগাস্ট রাতে গাংনী উপজেলার সীমান্তবর্তী ধলা গ্রামের ইউপি সদস্য ইমদাদুল হকসহ তার দুই ভাই জাহিদুল ইসলাম ও রুহুল আমিনকে কুপিয়ে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা।

রাষ্ট্রপক্ষের আইনজীবি জজ আদালতের অতিরিক্ত পিপি কেএম শহিদুল ইসলাম জানান, হত্যার পরদিন নিহত ইমদাদুল হকের স্ত্রী রেনুকা খাতুন বাদী হয়ে দুখুকে প্রধান আসামি করে ১৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০/১৫ জনের নামে হত্যা মামলা দায়ের করেন।

ওই বছরের ৩০ নভেম্বর দুখুসহ ৩২ জনকে আসামি করে পুলিশ আদালতে অভিযোগপত্র দেয় বলে জানান তিনি।  

দণ্ডিত তিনজন বাদে বাকিদের বেকসুর খালাস দেওয়া হয় বলেও জানান অতিরিক্ত পিপি শহিদুল।