বরিশালে ইন্টার্ন ডাক্তারদের কর্মবিরতির প্রত্যাহার

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষানবিস চিকিৎসকরা একদিন পর অনির্দিষ্টকালের কর্মবিরতি প্রত্যাহার করেছেন।

বরিশাল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 May 2016, 06:04 AM
Updated : 19 May 2016, 06:04 AM

বৃহস্পতিবার সকাল ৯টায় তারা কাজে যোগ দেন বলে ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মোসাদ্দেক হোসেন জানান।

চিকিৎসকদের ওপর রোগীর স্বজনদের হামলা, পুলিশের চিকিৎসক লাঞ্ছনাসহ পাঁচ দফা দাবিতে বুধবার অনির্দিষ্টিকালের কর্মকিবরতির ডাক দেয় ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন।

মোসাদ্দেক হোসেন বলেন, তাদের পাঁচ দফা দাবি না মানা পর্যন্ত কর্মবিরতি পালন করার কথা ছিল। কিন্তু হাসপাতালে রোগীর চাপ খুব বেশি হওয়ায় নিয়মিত চিকিৎসকদের সেবা দিতে হিমশিম খেতে হয়। এছাড়া হাসপাতাল কর্তৃপক্ষও পর্যায়ক্রমে তাদের দাবিগুলো পূরণের আশ্বাস দিয়েছে।  

“তাই রোগীর দুর্ভোগের কথা বিবেচনা করে কর্মবিরতি প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

মঙ্গলবার রাতে হাসপাতালের সার্জারি ইউনিটে রোগীর স্বজনদের সঙ্গে শিক্ষানবিস চিকিৎসকদের সংঘর্ষ হয়। ওই সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে গিয়ে এক সহকারী রেজিস্ট্রারকে লাঞ্ছিত করে বলে চিকিৎসকদের অভিযোগ।

এরপর চিকিৎসক, পুলিশ ও রোগীর স্বজনদের মধ্যে ত্রিমুখী সংঘর্ষ শুরু হয়। পরে কোতোয়ালি থানার এএসআই মহিউদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হলে পরিস্থিতি শান্ত হয়। সংঘর্ষে চিকিৎসক, পুলিশ ও রোগীর স্বজনসহ সাত জন আহত হন।