রোজার পর বিলুপ্ত ছিটে ইউপি নির্বাচন: জাবেদ আলী

রোজার পর বিলুপ্ত ছিটমহলভুক্ত ইউনিয়নগুলোতে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নিবার্চন কমিশনার জাবেদ আলী।

লালমনিরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 May 2016, 02:43 PM
Updated : 18 May 2016, 02:43 PM

বুধবার লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সার্ভার স্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

ইউনিয়ন পরিষদ নিবার্চনের দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ দফায় লালমনিরহাটের পাঁচ উপজেলার ইউনিয়নগুলোর নির্বাচন সম্পন্ন হলেও ছিটমহলভুক্ত পাটগ্রামের ছয়টি, হাতীবান্ধা ও সদর উপজেলার একটি করে মোট আট ইউনিয়নে নির্বাচন হয়নি।

ছিটমহলের বাসিন্দাদের ভোটার তালিকা প্রস্তুত না হওয়ায় ওই ইউনিয়নগুলোতে ভোটগ্রহণ স্থগিত করা হয়।

এ বিষয়ে জাবেদ আলী বলেন, ছিটমহলগুলো বাংলাদেশে অর্ন্তভুক্ত হওয়ার পর নির্বাচন করার ক্ষেত্রে করণীয় কিছু কাজ রয়েছে। সে অনুযায়ী ওই এলাকার বাসিন্দাদের ভোটার তালিকায় অর্ন্তভুক্তসহ প্রয়োজনী কাজ শুরু করেছে নির্বাচন কমিশন।”

এ কাজগুলো শেষে রোজার পরই বিলুপ্ত ছিটমহলভুক্ত ইউনিয়নগুলোর নির্বাচনের তফশিল ঘোষণা করা সম্ভব হবে বলে জানান তিনি।