অষ্টগ্রামে নির্বাচনী সংঘর্ষে যুবকের মৃত্যু

কিশোরগঞ্জের অষ্টগ্রামে ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুই সদস্য প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন।

কিশোরগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 May 2016, 12:27 PM
Updated : 18 May 2016, 12:28 PM

মঙ্গলবার বিকালে কলমা ইউনিয়নে সংঘর্ষে আহত হন তাজুল ইসলাম (২৫)। রাত ১০ টার দিকে হাসপাতালে তার মৃত্যু হয়। তাজুল ইসলাম কলমা ইউনিয়নের শিবলা গ্রামের রমজান মিয়ার ছেলে।

অষ্টগ্রাম থানার ওসি কামরুল ইসলাম মোল্লা বলেন, মঙ্গলবার বিকালে কলমা ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের দুই সদস্য প্রার্থী করিম মিয়া ও আক্তার মিয়ার সমর্থকদের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয় ও পরে সংঘর্ষ শুরু হয়।

ঘণ্টাব্যাপী সংঘর্ষে দুই পক্ষের লোকজন দেশি অস্ত্র ব্যবহার করে। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হন বলে জানান ওসি।  

“গুরুতর আহত তাজুল ইসলামকে বাজিতপুর উপজেলায় জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাতে তার মৃত্যু হয়।”

এ ঘটনায় এখনও কেউ থানায় মামলা করেনি এবং কাউকে আটক করা হয়নি বলে জানান তিনি।

আগামী ২৮ মে অষ্টগ্রাম উপজেলার আটটি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।